ভারতীয় বায়ুসেনার এই বিমানের ইঞ্জিন সরবরাহ করার বরাত পেয়েছে রোলস রয়েস। —ফাইল চিত্র।
ভারতীয় বায়ুসেনাকে সরঞ্জাম সরবরাহের বরাত পেতে বিপুল অঙ্কের ঘুষ দিয়েছে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস। ব্রিটিশ সংবাদমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে। বিবিসি সূত্রের খবর, ভারতীয় অস্ত্র ব্যবসায়ী সুধীর চৌধুরির মাধ্যমে এই বিপুল ঘুষের লেনদেন হয়েছে। রোলস রয়েস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
ব্রিটিশ সংস্থা রোলস রয়েস ভারতীয় বায়ুসেনাকে হক এয়ারক্র্যাফ্টের জন্য ইঞ্জিন সরবরাহ করার বরাত পেয়েছে। হক বিমানগুলি বায়ুসেনায় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। সেই বিমানের ইঞ্জিন সরবরাহের বরাত পেতে রোলস রয়েস কর্তৃপক্ষ ১ কোটি পাউন্ড ঘুষ দিয়েছে বলে অভিযোগ। ভারতীয় মুদ্রায় এই ঘুষের পরিমাণ প্রায় ৮২ কোটি টাকা।
যে সুধীর চৌধুরির মাধ্যমে ঘুষের লেনদেন হয়েছে বলে অভিযোগ, তিনি এখন লন্ডনে থাকেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক তাঁকে আগেই কালো তালিকাভুক্ত করেছে। সুধীর চৌধুরির কৌঁসুলি অবশ্য দাবি করেছেন, তাঁর মক্কেল কোনও দিনই ভারতের কোনও সরকারি কর্তা বা মন্ত্রীকে ঘুষ দেননি এবং তিনি কোনও বেআইনি অস্ত্র চুক্তিতে কোনও দিন মধ্যস্থতাও করেননি।
রোলস রয়েস কর্তৃপক্ষ কিন্তু ঘুষের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করতে পারেনি। সংস্থার তরফে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই কোনও মন্তব্য করা হবে না। সংশ্লিষ্ট তদন্তকারীদের সঙ্গে রোলস রয়েস কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।