আনিপুর-বরুয়ালাতে সিংলা নদীর বাঁধ ফের ভাঙল। বাঁধ মেরামতির জন্য অসম সরকার ৭ কোটি টাকা মঞ্জুর করেছিল। ২০১৪ কাজ শুরু হয়। কিন্তু গত রাতে বাঁধের একটি বিশাল অংশ জলের স্রোতে ভেসে যায়। তার জেরে তলিয়ে গিয়েছে অনেক গ্রামবাসীর বাড়িঘরও। বাশট্টিহাল, মেহেরপুর, নিতাইনগর, টঙ্গিবাড়ি, রাতাবাড়ি, কালাপানি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সিংলা নদীর বাঁধ সংস্কারের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। ঠিকাদারদের কাজের মান ঠিক থাকে না। প্রচুর টাকা নয়ছয় করা হয়। এ নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি জলসম্পদ বিভাগের কর্তারা।