National News

‘হেরোদের মতো কথা’ বলছেন রাহুল: পাল্টা কটাক্ষ সীতারামনের

বিজেপি সভাপতি অমিত শাহকে এ দিন খুনের মামলায় অভিযুক্ত বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২৩:৫৪
Share:

রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষে বিধঁলেন নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

কংগ্রেস সভাপতির আক্রমণের কড়া প্রতিক্রিয়া দিল বিজেপি। প্লেনারি অধিবেশনের সমাপ্তি ভাষণে রাহুল গাঁধীর ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেত্রী তথা দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, ‘হেরোদের মতো কথা’ শোনা যাচ্ছে কংগ্রেস সভাপতির মুখে।

Advertisement

বিজেপি সভাপতি অমিত শাহকে এ দিন খুনের মামলায় অভিযুক্ত বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সে প্রসঙ্গে নির্মলা সীতারামন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘‘এটা বিস্ময়কর যে, বিজেপি সভাপতিকে খুনে অভিযুক্ত বলে উল্লেখ করছেন কংগ্রেস সভাপতি। আদালত তাঁকে (খুনের অভিযোগ থেকে) মুক্তি দিয়েছে।’’ তার পরেও কী ভাবে রাহুল গাঁধী এই মন্তব্য করলেন, সীতারামন প্রশ্ন তুলেছেন তা নিয়েই।

রাহুলের প্রতি নির্মলা সীতারামনের কটাক্ষ, অমিত শাহের বিরুদ্ধে যিনি অভিযোগ তুলছেন, তাঁর পদবী মহাত্মা গাঁধীর সঙ্গে মেলে অথচ তিনি এখন ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্ত।

Advertisement

আরও পড়ুন: দক্ষিণী রাজ্যগুলো ভারত ছাড়তে চাইলে স্বাগত: স্ট্যালিনের মন্তব্যে বিতর্ক

আরও পড়ুন: খুনে অভিযুক্ত বিজেপি সভাপতি, কংগ্রেসে এমন হয় না: রাহুল গাঁধী

বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে যতগুলি অভিযোগ রাহুল গাঁধী এ দিন তুলেছেন, সীতারামন এ দিন সেই সবক’টি অভিযোগের জবাবই দেওয়া চেষ্টা করেন। সে প্রসঙ্গেই তিনি বলেন, কংগ্রেস সভাপতি ‘হেরোদের মতো’ কথা বলছেন, তাঁর কথায় কোনও সারবত্তা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement