ছবি- নিজস্ব চিত্র
চব্বিশের গেরো কাটছে এ বার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, সেভিংস অ্যাকাউন্ট থেকে এর পর প্রতি সপ্তাহে তোলা যাবে ৫০ হাজার টাকা। চলতি মাসের ২০ তারিখ থেকেই যে কোনও ব্যাঙ্কের এটিএম-এ এই সুবিধা মিলবে। এত দিন এটিএম থেকে মাসে সর্বাধিক ২৪ হাজার টাকা তোলা যেত।
মার্চ মাসের মাঝামাঝি থেকে এই নিয়ম বদল করা হবে বলে বুধবার জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নয়া নির্দেশে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকছে না।
সুদের হার কমছে না
এটিএমে টাকা তোলার সীমা বাড়ানোর কথা ঘোষণা করে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিলেও বাজারকে কিন্তু কিছুটা হতাশই করল শীর্ষ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর ব্যাঙ্কের কাছে বিপুল টাকা জমা পড়ে। পাশাপাশি, টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় ব্যাঙ্ক থেকে তা তোলার পরিমাণ কমে যায়। ফলে জমার পরিমাণ আরও বাড়তে থাকে। স্বভাবতই জল্পনা শুরু হয়, রিজার্ভ ব্যাঙ্ক এ বার সুদের হার কমিয়ে দেবে। কিন্তু, এ দিন তেমন কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি শীর্ষ ব্যাঙ্ক। রেপো রেট ৬.২৫-এ রাখা হয়েছে। রিভার্স রেপো রেটও ৫.৭৫-এ রেখে দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর কিছুটা পড়েছে সেনসেক্স। বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স থামে ২৮২৮৯ পয়েন্টে। যা গতকালের চেয়ে ৪৫ পয়েন্ট কম।
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ৫০০, ১০০০-এর নোট বাতিল করেছিলেন। তার পর এটিএম এবং ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধসীমা বেঁধে দেওয়া হয়। তার পর ধাপে ধাপে সেই ঊর্ধসীমা কমানো হয়।
আরও পড়ুন- নোটে নজরদারি কী ভাবে, খোলসা করল কেন্দ্র