Aadhaar

ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যুক্ত বাধ্যতামূলক, বলল শীর্ষ ব্যাঙ্ক

সংশয় ছড়ানোর পরই এ দিন শীর্ষ ব্যাঙ্ক জানিয়েদিল, ২০১৭ সালের ১ জুন কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের আধার ও প্যান বাধ্যতামূলক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ১৮:৩৭
Share:

ফাইল চিত্র।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। শনিবার শীর্ষ ব্যাঙ্কের তরফে এ কথা জানানো হয়েছে।

Advertisement

বেশ কিছু দিন ধরেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার জন্য গ্রাহকদের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠছিল বিভিন্ন ব্যাঙ্কের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছিল সংবাদ মাধ্যমে। শুক্রবার তথ্যের অধিকার আইনে (আরটিআই) এক আবেদনের জবাব উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের একাংশে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার জন্য বাধ্যতামূলক কোনও নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক এখনও পর্যন্ত জারি করেনি। এর ফলে চূ়ড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়।

আরও পড়ুন: আধার লিঙ্কের জন্য ‘ভয়’ দেখাচ্ছে টেলিকম সংস্থাগুলো, অভিযোগ গ্রাহকদের

Advertisement

সংশয় ছড়ানোর পরই এ দিন শীর্ষ ব্যাঙ্ক জানিয়েদিল, ২০১৭ সালের ১ জুন কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের আধার ও প্যান বাধ্যতামূলক। প্রিভেনশন অফ মানি লন্ডারিং (মেনটেনেন্স অব রেকর্ডস)-এর দ্বিতীয় সংশোধনী নিয়ম জারি করে এটি বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম বিধিবদ্ধ এবং এর ফলে পরবর্তী কোনও নির্দেশের অপেক্ষায় না থেকে ব্যাঙ্কগুলিকেও তা কার্যকর করতে হবে।

আরও পড়ুন: অকিঞ্চিৎকর মৃত্যু

গত জুনেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং ৫০ হাজার টাকা ও তার বেশি অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধারের উল্লেখ বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে এ-ও জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বর্তমান সব ব্যাঙ্ক গ্রাহককে আধার নম্বর জমা দিতে হবে। তা না হলে নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement