RBI

RBI: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ তিন বছর বাড়াল কেন্দ্র

২০১৮ সালের ডিসেম্বরে উর্জিত পটেলের ইস্তফার পরে শক্তিকান্তকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করেছিল নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১১:৪২
Share:

শক্তিকান্ত দাস। ফাইল চিত্র।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের সময়সীমা আরও তিন বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

২০১৮ সালের ডিসেম্বরে উর্জিত পটেলের ইস্তফার পরে শক্তিকান্তকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করেছিল নরেন্দ্র মোদী সরকার। তাঁর প্রথম দফার কার্যকালের মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের পর আরও তিন বছর দ্বিতীয় দফার কার্যকাল হবে শক্তিকান্তের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement