এ বার নিরাপত্তা পরিষেবা দেবেন রামদেব
যোগগুরু থেকে শিল্পোদ্যোগীতে উত্তরণ হয়েছে আগেই। বিতর্ককে সঙ্গী করেই দেশের এফএমসিজি বাজারের অনেকটাই দখল করে নিয়েছে তাঁর সংস্থা। কিন্তু, এখানেই থেমে না থেকে আর এক কদম এগিয়ে নিরাপত্তা পরিষেবা ব্যবসাও চালু করে ফেললেন রামদেব।
আরও পড়ুন- গঙ্গায় বর্জ্য ফেললেই জরিমানা ৫০ হাজার
‘পরাক্রম সুরক্ষা’ প্রাইভেট লিমিটেড নামে নিরাপত্তা সংস্থা চালু করলেন যোগগুরু। রক্ষী সরবরাহ ছাড়াও দক্ষ এবং অভিজ্ঞ নিরাপত্তা রক্ষীদের তত্ত্বাবধানে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও থাকবে এখানে।
সংস্থার সিইও আচার্য বালাকৃষ্ণণ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রেই নিরাপত্তা এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষ ও নিপুণ নিরাপত্তা রক্ষী সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য।’’
ভারতে বেসরকারি নিরাপত্তা পরিষেবার বাজার এই মুহূর্তে দ্রুত বর্ধনশীল। একাধিক বহুজাতিক সংস্থাও চলে এসেছে বাজার ধরতে। এ বার স্বদেশিয়ানার ধ্বজা তুলে সেই প্রতিযোগিতার বাজারে পা ফেললেন যোগগুরু।