মে মাসে রাজা রামচন্দ্রের দরবার স্থাপন হবে অযোধ্যার রামমন্দিরে। —ফাইল চিত্র।
প্রাণপ্রতিষ্ঠা হয়ে গিয়েছে ১৫ মাস আগে। এ বার অযোধ্যায় হবে রামলালার রাজ্যাভিষেক পর্ব। রামমন্দির ট্রাস্ট সূত্রের পাওয়া ‘তথ্যের’ ভিত্তিতে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মে মাসে রাজা রামচন্দ্রের দরবার স্থাপন হবে সেখানে।
মন্দিরের প্রথম তলায় রামদরবার বা রাজদরবার স্থাপনের পরে মে মাসে তার উদ্বোধনের অনুষ্ঠান হবে বলেও প্রকাশিত প্রতিবেদনে দাবি। রাজদরবার স্থাপনের মাধ্যমেই আনুষ্ঠানিক ভাবে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করা হবে। তার আগে মন্দিরের প্রাচীরের অসমাপ্ত কাজও শেষ করা হবে বলে রামমন্দির ট্রাস্ট সূত্রের খবর।
২০২৪ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের উদ্বোধন করেছিলেন। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই লোকসভা ভোট ‘নজরে’ রেখে উদ্বোধন করা হচ্ছে। ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলে পরিচিত অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন সচিব নৃপেন্দ্র মিশ্রকে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।