রজনী-সঙ্গ নয়, ভিন্ন পথে কমল

হাসন জানান, এক জন বন্ধু হিসেবেই তাঁর রাজনীতিতে নামার সিদ্ধান্তের কথা রজনীকান্তকে তিনি জানান। তবে থালাইভা যে ভিন্ন পথে, তা বোঝাতে হাসন বলেন, ‘‘আমি যুক্তিবাদী। তবে ধর্মীয় ভাবনার কারণেই রজনীকান্তের স্বাভাবিক মিত্র বিজেপি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩৯
Share:

দক্ষিণের দুই তারা। এক জনের সিনেমা রিলিজের দিনে ছুটি হয়ে যায় অফিসপাড়া। অন্য জন অভিনয় করেছেন শ-দুয়েক ছবিতে। তাঁকে ঘিরে উন্মাদনার ঝড় কম, তবু শুধু দক্ষিণী ছবিতেই নয়, দেশে গত ৫ দশক ধরেই তিনি ভালবাসার নায়ক। ক’দিন আগেই যিনি বলেছিলেন, রাজনীতিতে কাজ করব একসঙ্গেই। কিন্তু একসঙ্গে হাঁটা তো দূর, সোমবার দূরত্ব বাড়ল দুই সুপারস্টারের।

Advertisement

রজনীকান্ত ও কমল হাসন। তাঁদের রাজনীতিতে নামার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে অনেক দিনই। সম্প্রতি ডিএমকের অনুষ্ঠানেও ছিলেন পাশাপাশি। কমল তখনই বলেন, ভবিষ্যতে থালাইভার (রজনীকান্ত) সঙ্গে কাজ করবেন। আর আজ তাঁর মন্তব্য, ‘‘নিজেদের রাস্তা খুঁজে নিয়েছি। রজনী আলাদা পথে। তবে কমল বনাম রজনীর তুলনা করাটা অশ্লীল।’’ হাসন জানান, এক জন বন্ধু হিসেবেই তাঁর রাজনীতিতে নামার সিদ্ধান্তের কথা রজনীকান্তকে তিনি জানান। তবে থালাইভা যে ভিন্ন পথে, তা বোঝাতে হাসন বলেন, ‘‘আমি যুক্তিবাদী। তবে ধর্মীয় ভাবনার কারণেই রজনীকান্তের স্বাভাবিক মিত্র বিজেপি।’’

রজনী-কমল বন্ধু ও প্রতিযোগী। তবে একটি ক্ষেত্রে একেবারে এক। তা হল, তারকার মতো দু’জনেই শেষ মুহূর্ত পর্যন্ত জিইয়ে রাখছেন রহস্য। তামিলনাড়ু জুড়ে মাঠে নেমে পড়েছে রজনীর ভক্তেরা। প্রিয় নায়ক কবে রাজনীতিতে নামবেন— সেই রহস্য জিইয়ে রেখে একের পর এক রাজনৈতিক মন্তব্য করে চলেছেন থালাইভা। গত কালও মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর প্রশংসা করেছেন। আর কমল? সোমবার জানান, ‘‘রাজনীতিতে আসছি। কবে, তা এখনই বলা সম্ভব নয়। এ বছরের শেষে দল গড়ার চেষ্টায় আছি।!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement