Rajasthan Temple

এক কেজি সোনার বিস্কুট, নগদ ২৩ কোটি! রাজস্থানের মন্দিরে দানপাত্র খুলতেই হতবাক মন্দির কর্তৃপক্ষ

মন্দির সূত্রে খবর, প্রথম দফায় নগদ ১১ কোটি ৩৪ লক্ষ টাকা গোনা হয়। দ্বিতীয় দফায় ৩ কোটি ৬০ লক্ষ। তৃতীয় দফায় ৪ কোটি ২৭ লক্ষ। তার পর আরও কয়েক দফায় টাকা গোনা শেষ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১
Share:

মন্দিরের দানপাত্র খুলে দেখা হচ্ছে। ছবি: সংগৃহীত।

এক কেজি সোনার বিস্কুট, নগদ ২৩ কোটি টাকা, দানপাত্র খুলতেই স্তম্ভিত মন্দির কর্তৃপক্ষ। রাজস্থানের চিতোরগড়ের সানওয়ালিয়া শেঠ মন্দিরের ঘটনা। মন্দির কর্তৃপক্ষের দাবি, দান হিসাবে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ছোট-বড় মিলিয়ে এক কেজি মতো সোনার বিস্কুট দান করেছেন ভক্তেরা। কেউ আবার দিয়েছেন রুপোর তৈরি জিনিস, কেউ সোনা, কেউ দিয়েছেন রুপোর তালা-চাবি, বাঁশি, এমনকি রুপোর একটি পিস্তলও পাওয়া গিয়েছে ওই দানপাত্রে। দু’মাস অন্তর দানপাত্র খোলা হয় বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।

বৃহস্পতিবার মন্দিরের দানপত্র খোলা হয়েছিল। মন্দির সূত্রে খবর, প্রথম দফায় নগদ ১১ কোটি ৩৪ লক্ষ টাকা গোনা হয়। দ্বিতীয় দফায় ৩ কোটি ৬০ লক্ষ। তৃতীয় দফায় ৪ কোটি ২৭ লক্ষ। তার পর আরও কয়েক দফায় টাকা গোনা শেষ হয়। চিতোরগড়-উদয়পুর হাইওয়ের ধারে চিতোরগড় থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির। বর্তমানে এটি চিতোরগড়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, দু’মাস অন্তর দানপাত্র খুলে হিসাব করা হয়। বৃহস্পতিবার ছিল সেই দিন। মন্দিরের এক কর্মী জানান, এর আগে এত সম্পদ দান হিসাবে পাওয়া যায়নি। এ বার আগের সব হিসাবকে ছাপিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement