Fight Over Cricket Match

ক্রিকেট ম্যাচে জিতে হুল্লোড়, রাগের বশে ব্যাট দিয়ে মাথা ফাটিয়ে কিশোরকে খুন তরুণের

মঙ্গলবার পাড়ার অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে ক্রিকেট খেলতে বেরিয়েছিলেন মুকেশ এবং প্রকাশ। একে অপরের বিপক্ষ দলে যোগ দিয়ে ম্যাচ খেলতে শুরু করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৭
Share:

—প্রতীকী ছবি।

পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে বিপদ। ম্যাচ জেতার পর হইহুল্লোড় করায় বিপক্ষ দলের এক তরুণের সঙ্গে অশান্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল এক কিশোর। রাগের বশে ব্যাট দিয়ে মাথায় মেরে কিশোরকে খুন করেন ওই তরুণ। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় রাজস্থানের ঝালাওয়াড়ে ভবানী মান্ডি শহরে ঘটেছে। মৃতের নাম প্রকাশ সাহু (১৫)। অভিযুক্তের নাম মুকেশ মীনা। বুধবার রাতে চিকিৎসারত অবস্থায় মারা যান প্রকাশ।

Advertisement

পিটিআই সূত্রে খবর, প্রকাশ এবং মুকেশ একই পাড়ার বাসিন্দা। দশম শ্রেণিতে পড়ত প্রকাশ। ২০ বছর বয়সি মুকেশ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার পাড়ার অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে ক্রিকেট খেলতে বেরিয়েছিলেন মুকেশ এবং প্রকাশ। একে অপরের বিপক্ষ দলে যোগ দিয়ে ম্যাচ খেলতে শুরু করেন তাঁরা। ম্যাচ শেষ হলে প্রকাশের দল জিতে যায়। ম্যাচ জেতার পর আনন্দে হইহুল্লোড় করতে শুরু করে প্রকাশ।

হেরে যাওয়ার পর প্রকাশের আনন্দ সহ্য করতে পারেননি মুকেশ। প্রকাশের সঙ্গে অশান্তি, হাতাহাতি শুরু হয় তাঁর। অভিযোগ, রাগের বশে ব্যাট দিয়ে প্রকাশকে মেরে তার মাথা ফাটিয়ে দেন মুকেশ। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রকাশকে। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকেরা কোটা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। কোটা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে মারা যায় প্রকাশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর বুধবার প্রকাশের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মুকেশের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মুকেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement