Rajasthan

জনজাতি নেতার ডিএনএ পরীক্ষা চেয়ে বিতর্কে মন্ত্রী

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসারা বলেছেন, ‘‘শিক্ষামন্ত্রী মানসিক ভাবে অসুস্থ। ওঁর মন্তব্য ওঁর মানসিক সুস্থিতির অভাবকেই প্রকাশ করছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৪ ০৮:১৮
Share:
Representative Image

—প্রতীকী ছবি।

জনজাতি সম্প্রদায়ের সাংসদ নিজেকে হিন্দু বলে চিহ্নিত করতে চাননি। তাতে ক্ষুব্ধ হয়ে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার ওই সাংসদের ডিএনএ পরীক্ষা করানোর নিদান দিলেন। সাংসদের মন্তব্য ‘দেশবিরোধী এবং সমাজবিরোধী’ বলেও দেগে দিলেন।

Advertisement

বিজেপি বিধায়ক মদন আগেও বিতর্কে জড়িয়েছেন। রাজস্থানে নবগঠিত বিজেপি মন্ত্রিসভায় সেই তিনিই শিক্ষামন্ত্রীর পদ পেয়েছেন। সম্প্রতি ভারতীয় আদিবাসী পার্টির (বিএপি) সাংসদ রাজকুমার রোয়াত বলেছিলেন, তিনি নিজেকে হিন্দু বলে মনে করেন না, জনজাতি আত্মপরিচয়ই তাঁর পরিচয়। এই কথা শুনেই চটে গিয়েছেন শিক্ষামন্ত্রী। ফুঁসে উঠে শুক্রবার তিনি বলেছেন, ‘‘যদি বিএপি নেতা নিজেকে হিন্দু বলে না মানেন, তা হলে তাঁর ডিএনএ পরীক্ষা করানো হবে। ওঁর পিতৃপরিচয় বার করা হবে। আমরা ওঁর পূর্বপুরুষদের সম্পর্কে খোঁজ নেব। বংশলতিকা যাঁরা বানান, তাঁরাও বলতে পারবেন।’’ মদন আরও বলেন, যারা দেশ আর সমাজকে টুকরো করতে চাইছে, তাদের বরদাস্ত করা হবে না।

পাল্টা তোপ দেগে রোয়াত বলেছেন, ‘‘মদন দিলাওয়ারের উচিত ওঁর নিজের মানসিকতা পরীক্ষা করানো। শিক্ষামন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থেকে এ সব কথা মানায় না। দিলাওয়ারজি, আপনি বলুন তো গত ছ’মাসে আপনি জনজাতি এলাকাগুলিতে শিক্ষার উন্নয়নে কী করেছেন? জনজাতিরা ঠিক সময়ে এর উপযুক্ত জবাব দেবেন।’’ রোয়াত সদ্যসমাপ্ত লোকসভা ভোটে জিতেছেন বাঁসওয়াড়া কেন্দ্র থেকে, যেখানে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী তীব্র বিভাজনমূলক বক্তৃতা দিয়েছিলেন। কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দু নারীদের মঙ্গলসূত্র খুলে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে বলে দাবি করেছিলেন। রোয়াত চ্যালেঞ্জ করে বলেছেন, ‘‘মদনের মন্তব্য সমগ্র জনজাতি সমাজের জন্য অপমানের। হয় তিনি ক্ষমা চান, নয় পদত্যাগ করুন। নইলে সারা দেশ থেকে জনজাতিরা নিজেদের রক্ত, মাথার চুল, নখের নমুনা পরীক্ষা করানোর জন্য শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর কর্মসূচি নেবেন।’’

Advertisement

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসারা বলেছেন, ‘‘শিক্ষামন্ত্রী মানসিক ভাবে অসুস্থ। ওঁর মন্তব্য ওঁর মানসিক সুস্থিতির অভাবকেই প্রকাশ করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement