রাজ ঠাকরে
ফের নিশানায় নরেন্দ্র মোদীর সরকার। গত কাল জোড়া তিরে মোদীকে বিঁধলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। শুরুটা করেছিলেন শ্রীদেবীকে দিয়ে। কেন তাঁর দেহ জাতীয় পতাকায় মোড়া হয়েছিল, এই প্রশ্ন তুলে। আর শেষ করলেন ‘মোদী-মুক্ত ভারত’ গড়ার ডাক দিয়ে। এমএনএস কর্মী সমর্থকেরা অবশ্য এতেও থামলেন না। রবিবার শিবাজি পার্কে ঠাকরের সভা শেষ হতেই তাদের একাংশের বিরুদ্ধে নবি মুম্বইয়ের ভাসির একাধিক গুজরাতি ব্যবসায়ীর দোকান-বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। গভীর রাতে মুম্বই-অমদাবাদ হাইওয়েতেও বেশ কিছু গুজরাতি ধাবায় ভাঙচুরের খবর মিলেছে।
ঠাকরের দাবি, মদ্যপান করেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। তাঁর কথায়, ‘‘শ্রীদেবী নিঃসন্দেহে ভাল অভিনেত্রী ছিলেন। কিন্তু তিনি দেশের জন্য কী এমন করেছেন যে, জাতীয় পতাকায় দেহ মুড়ে তাঁকে সম্মান জানাতে হল?’’ ঘটনাটিকে জাতীয় পতাকার অপমান বলার পাশাপাশি, এমএনএস প্রধানের দাবি— নীরব-কাণ্ড থেকে দেশ তথা সংবাদমাধ্যমের দৃষ্টি ফেরাতেই এমন মাতামাতি করেছিল মোদী সরকার।
আরও পড়ুন: প্রবাসী নিপীড়িতাদের পাশে দাঁড়াতে উদ্যোগ
ঠাকরে বিঁধেছেন অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নাকেও। তাঁর মতে ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘প্যাডম্যান’-এর মতো ছবি সরকারি প্রচার। তাঁর কথায়, ‘‘মনোজ কুমারকে এক সময় ‘ভারত কুমার’ বলে ডাকা হত। অক্ষয় তাঁকেই অনুসরণের চেষ্টা করছেন। উনি তো ভারতীয়ই নন, কানাডার পাসপোর্ট রয়েছে অক্ষয়ের।’’