গ্রাফিক— শৌভিক দেবনাথ।
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার প্রেক্ষিতে ঘোষণা রেলের। রেলমন্ত্রী নিজে নজর রাখছেন উদ্ধারকাজে। ঘটনার বিস্তারিত বিবরণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধার কাজ চলছে জোরকদমে। ওয়াকিবহাল মহল মনে করছে, বাড়তে পারে মৃতের সংখ্যা। পরিস্থিতির উপর নজর রাখছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন বলে টুইট করেছেন।
গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে রেল। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রেল।