পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিক্ষোভরত ছাত্রদের ডাকে সাড়া দিয়ে আগামিকাল ওই প্রতিষ্ঠানে যাচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী।
চেয়ারম্যান গজেন্দ্র চৌহানের ইস্তফার দাবিতে গত ৩ জুলাই থেকে লাগাতার অচলাবস্থা চলছে ওই প্রতিষ্ঠানে। প্রতিবাদে ইস্তফা দিয়েছেন পরিচালক পর্ষদের একাধিক সদস্যও। ছাত্রদের অভিযোগ, এত কিছু সত্ত্বেও নিজের পদে বহাল তবিয়তেই রয়েছেন গজেন্দ্র। তাই রাহুলের কাছে সাহায্য চেয়েছে ছাত্র সংগঠন। সম্প্রতি এফটিআইআই ছাত্র সংগঠনের সভাপতি হরিশঙ্কর নাচিমুথু রাহুলকে একটি চিঠি পাঠান। তাতে বলা হয়েছিল, তিনি যেন হস্তক্ষেপ করে এফটিআইআইয়ে চলতে থাকা এই সঙ্কটের সমাধান করে দেন। গজেন্দ্রর ইস্তফার দাবির সমর্থন করেন রাহুলও। চিঠি পাওয়ার পর সেই আহ্বানেই সাড়া দিয়ে আগামী কাল ওই প্রতিষ্ঠানে যাচ্ছেন তিনি। তবে তাতে অচলাবস্থার জট খোলে কি না, এখন সেটাই দেখার।