ছুটির আগে টুইটারে রাহুলের আট দফা

বর্ষশেষে ছুটিতে যাওয়ার আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাহুল গাঁধী। আজ দেশবাসীর উদ্দেশে মোদীর বক্তৃতার আগেই টুইটারে ফের আট দফা দাবি প্রকাশ করেছেন রাহুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০২:৪১
Share:

বর্ষশেষে ছুটিতে যাওয়ার আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাহুল গাঁধী। আজ দেশবাসীর উদ্দেশে মোদীর বক্তৃতার আগেই টুইটারে ফের আট দফা দাবি প্রকাশ করেছেন রাহুল।

Advertisement

গত বুধবার রাহুল লন্ডন গিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছিল। তার পরে আজ তিনি নিজেই টুইট করে বলেন, ‘‘আগামী কয়েক দিন আমি সফর করব। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।’’ কিন্তু তার আগেই টুইট করে তিনি জানান, এখনই কয়েকটি পদক্ষেপ করতে হবে সরকারকে। টাকা তোলার উপরে বিধিনিষেধ তুলতে হবে। সেই সঙ্গে তাঁর দাবি, নোট বাতিলের
ভোগান্তির ক্ষতিপূরণ হিসেবে দারিদ্রসীমার নীচে থাকা সব পরিবারের প্রত্যেক মহিলাকে ২৫ হাজার টাকা দিতে হবে। আগেও এই দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু মোদীর বক্তৃতার আগে ফের টুইটারে তা প্রচার করে রাহুল চাপ
বাড়াতে চেয়েছেন বলে ধারণা রাজনীতিকদের।

গত বছরও ২৮ ডিসেম্বর টুইট করে রাহুল জানিয়েছিলেন, তিনি ইউরোপ সফরে যাচ্ছেন। আজ এমন একটি সময়ে তিনি ছুটিতে গেলেন যখন নোট বাতিল নিয়ে গোটা দেশে রাজনৈতিক উত্তাপ চরমে। কংগ্রেস নেতারা অবশ্য জানাচ্ছেন, সপ্তাহখানেকের মধ্যেই রাহুল ফিরে আসবেন। যাওয়ার আগেই জানুয়ারির গোড়ায় টানা এক সপ্তাহ দেশ জুড়ে কংগ্রেসের আন্দোলন কর্মসূচির রূপরেখা তিনি ঘোষণা করে গিয়েছেন। বিজেপি নেতারা অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন না। এক বিজেপি নেতার কথায়, ‘‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক
দিনও ছুটি নেন না। দলের মন্ত্রীদেরও বারণ করেছেন ছুটি নিতে। রাহুল আবারও প্রমাণ করলেন যে তিনি পার্ট-টাইম রাজনীতিক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement