কমলা পাসপোর্ট, ক্ষিপ্ত রাহুল

পাসপোর্টে বাবার নাম রাখা নিয়েও অনেক দিন ধরে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে ‘সিঙ্গল পেরেন্ট’রা আপত্তি তুলেছিলেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ০৩:১৮
Share:

ছবি: সংগৃহীত।

কমলায় রেগে লাল রাহুল গাঁধী।

Advertisement

পাসপোর্টে বড়সড় বদল আনতে তৈরি নরেন্দ্র মোদীর সরকার। দিন দুয়েক আগেই কেন্দ্র জানিয়েছে, নয়া ব্যবস্থায় পাসপোর্টের শেষ পাতায় ঠিকানা ও পরিবারের নাম সংক্রান্ত আর কোনও তথ্যই থাকবে না। এরই সঙ্গে পাসপোর্টের রঙেও বদল আনার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। বলা হয়েছে, যাঁরা বাইরে কাজ করতে যান অর্থাৎ যাঁদের ‘ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড’ (ইসিআর) শ্রেণিতে রাখা হয়, তাঁদের পাসপোর্টের নয়া রং হবে কমলা। বাকি সরকারি আধিকারিকদের জন্য যেমন সাদা, কূটনীতিকদের লাল ও সাধারণের জন্য নীল রং ছিল— তা-ই থাকবে। আর এতেই চটেছেন কংগ্রেস সভাপতি।

রাহুল আজ টুইট করে বলেন, ‘‘দেশের ‘মাইগ্রেন্ট’ কর্মীদের সঙ্গে সরকারের দ্বিতীয় শ্রেণির নাগরিকদের মতো আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। কেন্দ্রের এই পদক্ষেপ বিজেপিরই বৈষম্যমূলক মানসিকতার পরিচয়।’’

Advertisement

সরকার যদিও বলছে, বিমানবন্দরে ইমিগ্রেশন পরীক্ষায় গতি বাড়াতেই এই রং বদলের সিদ্ধান্ত। তা ছাড়া এত দিন সাধারণ পাসপোর্ট-ধারকদের মধ্যেও ‘ইসিআর’ নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরি হত। নষ্ট হত সময়। এ সব রুখতেই আসছে নয়া ব্যবস্থা। এতে বৈষম্য তৈরির কোনও লক্ষ্য নেই। বরং সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাসপোর্টে বাবার নাম রাখা নিয়েও অনেক দিন ধরে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে ‘সিঙ্গল পেরেন্ট’রা আপত্তি তুলেছিলেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তা ছাড়া পাসপোর্টে ঠিকানা ও পরিবারের নামের সঙ্গে সংশ্লিষ্ট ওই নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তাও জড়িত। এ নিয়ে আপত্তি আসার পরেই কমিটি গঠন করে সুপারিশ কার্যকর করা হয়েছে। যার মানে— নতুন যে পাসপোর্ট আসছে, ঠিকানার প্রমাণপত্র হিসেবে তা আর ব্যবহার করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement