ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিশানায় বিজেপি। —ফাইল ছবি।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ নিয়ে এ বার বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই পরীক্ষায় মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। রবিবার রাহুল বলেন, ‘‘২৪ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁদের আওয়াজ সংসদে তুলব।’’ ওই পরীক্ষা নিয়ে আগেই সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। এ বার রাহুলও বিষয়টি নিয়ে মোদী সরকারকে চাপে ফেলতে ময়দানে নেমে পড়লেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিনেই রাহুল বলেন, ‘‘ইস্তাহারে প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার্থীদের মুক্ত করার অঙ্গীকার করেছে কংগ্রেস। আমি দেশের সব পড়ুয়াকে নিশ্চিত করছি যে, তাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত বিষয়টি নিয়ে তীব্র ভাবে সংসদে আওয়াজ তুলব।’’
এ বারের ‘নিট’ পরীক্ষায় স্নাতক স্তরে প্রথম হয়েছেন ৬৭ জন প্রার্থী। তার মধ্যে হরিয়ানার একটি কেন্দ্র থেকে আট জন রয়েছেন। ওই পরীক্ষার ফলপ্রকাশের পরে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁস ছাড়াও পরীক্ষায় কারচুপি করা হয়েছে। বেশি বেশি নম্বর পেয়েছেন অনেক পরীক্ষার্থী। রবিবার বিকেলে এক্স হ্যান্ডলে রাহুল বলেন, ‘‘নরেন্দ্র মোদী এখনও শপথ নেননি। অথচ নিট পরীক্ষায় অনিয়মের ফলে ২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী এবং তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’’
কংগ্রেস নেতার বক্তব্য, ‘‘একটি পরীক্ষাকেন্দ্র থেকে কী ভাবে ছ’জন পরীক্ষার্থী প্রথম স্থানে গেলেন? এটা কার্যত অসম্ভব। আসলে শিক্ষা মাফিয়াদের কারণে এই সব হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করে তারা পরীক্ষার্থীদের একাংশের ক্ষতি করেছে। কংগ্রেস এ সব বিষয় শক্ত হাতে দমন করবে।’’ প্রশ্ন ফাঁসের আগেই ওই সব অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় পরীক্ষক সংস্থা (এনটিএ)। তারা জানিয়েছে, বেশি নম্বর পাওয়ার বিষয়টি নিয়ে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।