দু’বছর পরের লোকসভা ভোটের দিকে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে ‘মহাজোট’ গড়তে চাইছেন সনিয়া ও রাহুল গাঁধী। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই ওই জোট গড়ার প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছেন রাহুল গাঁধী।
কংগ্রেস নেতারা মনে করছেন, রাষ্ট্রপতি নির্বাচনে মহাজোটের প্রার্থী বাছাইয়ের কাজটা ঠিক ভাবে হলেই শিবসেনার মতো শরিকদের এনডিএ থেকে ভাঙিয়ে আনা যাবে। সে ক্ষেত্রে জোটের প্রার্থী জিতলে বিজেপি নেতৃত্বকে বড় ধাক্কাও দেওয়া যাবে।
বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলিকে কী ভাবে এক জোট করা যায়, তা নিয়ে আগেই এনসিপি নেতা শরদ পওয়ার, জেডি(ইউ) নেতা শরদ যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজার সঙ্গে বৈঠক করেছিলেন রাহুল। সনিয়া কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজ পটনায় রাহুলের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি-নেতা লালুপ্রসাদের। অখিলেশ যাদব আগেই জানিয়েছিলেন, তিনি কংগ্রেসের সঙ্গে জোটে থাকবেন। মায়াবতীও জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে তিনি জোটে রাজি।
আজ সিপিএমের পলিটব্যুরো বৈঠকেও রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দলের মধ্যে মতবিরোধ থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে সব বিরোধী দলকে নিয়ে জোট করে একজনকেই প্রার্থী করার ব্যাপারে একমত সীতারাম ইয়েচুরি-প্রকাশ কারাটরা।