বৈঠক বিরোধীদের ছবি: টুইটার থেকে।
পেগাসাস, বিতর্কিত কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এক জোট হওয়ার বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। মঙ্গলবার বিরোধীদের প্রাতরাশ বৈঠকে ডেকেছিলেন রাহুল। কংগ্রেস ছাড়া ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করার বিষয়ে বিরোধীরা এক মত হয়েছেন বলে খবর। বৈঠক শেষে সংসদ পর্যন্ত সাইকেল র্যালিও করেন বিরোধীরা।
মঙ্গলবার সকালে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক রাহুল ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, তৃণমূলের তিন সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন। এ ছাড়া শিবসেনার সঞ্জয় রাউত, এনসিপি-র সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোজিরাও ছিলেন বৈঠকে। তাৎপর্যপূর্ণ ভাবে আম আদমি পার্টির তরফে কেউ ছিলেন না। যদিও এই প্রসঙ্গে আপ নেতা সঞ্জয় সিংহ বলেন, ‘‘বৈঠকে থাকা বা না থাকা গুরুত্বপূর্ণ নয়। সংসদে সব সময় কৃষকদের হয়েই কথা বলব আমরা।’’
বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে রাহুল বলেন, ‘‘বিরোধীদের এক হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই জন্য এই প্রাতরাশ বৈঠক ডাকা হয়েছিল। সবাই তাতে সাড়া দিয়েছেন। সবাই নিজের বক্তব্য রেখেছেন। আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। তার বাস্তবায়নও হবে।’’
সাইকেল চালাচ্ছেন অধীর
বৈঠকে রাহুল বিরোধী নেতাদের প্রস্তাব দেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদ পর্যন্ত সাইকেল র্যালির। সেই প্রস্তাব মেনে নেন বিরোধীরা। বৈঠক শেষে সবাইকে দেখা যায় সাইকেলে চড়ে সংসদে যাচ্ছেন। কিছু দিন আগেই রাহুল ট্র্যাক্টর চালিয়ে সংসদে গিয়েছিলেন। অন্য দিকে কিছু দিন আগেই তৃণমূল সাংসদরাও সাইকেল চালিয়ে সংসদে গিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছিলেন। সেই পথেই এগোল বাকি বিরোধী দলগুলি।