লুট ফসল বিমায়: রাহুল 

রাফালের পরে এ বার প্রধানমন্ত্রী ফসল বিমার নামে চাষিদের লুট করার  অভিযোগ আনলেন রাহুল গাঁধী।   আর এ ব্যাপারেও তাঁর তির ‘নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ সেই শিল্পপতিদের দিকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০২:১১
Share:

রাফালের পরে এ বার প্রধানমন্ত্রী ফসল বিমার নামে চাষিদের লুট করার অভিযোগ আনলেন রাহুল গাঁধী।আর এ ব্যাপারেও তাঁর তির ‘নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ সেই শিল্পপতিদের দিকেই।

Advertisement

রাহুল আজ টুইটারে লিখেছেন, ‘‘রাফাল নিয়ে বায়ুসেনাকে লুট করার পরে এ বার ফসল বিমার নামে চাষিদের লুট করা হচ্ছে। উদ্দেশ্য একই। স্যুট-বুট পরা বন্ধুদের পকেটে হাজারো কোটি টাকা ভরে দেওয়া।’’ মোদীকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, ‘‘চৌকিদার নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। সেটা হল, আরও চুরি করব। কারণ, বন্ধুদের সিন্দুক ভরে দিতে হবে।’’

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টকে সামনে এনেছেন কংগ্রেস সভাপতি। যেখানে একটি কৃষক সম্মেলনে বক্তা হিসেবে এক সাংবাদিক প্রধানমন্ত্রী ফসল বিমা নিয়ে নির্দিষ্ট কিছু অভিযোগ এনেছেন। দাবি করেছেন, ফসল বিমা প্রকল্প রাফালের চেয়েও বড় কেলেঙ্কারি। রিলায়্যান্স, এসারের মতো কিছু সংস্থাকেই এই ক্ষেত্রে কাজ করতে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ওই সাংবাদিকের দাবি, মহারাষ্ট্রে ২ লক্ষ ৮০ হাজার চাষি সয়াবিনের চাষ করেছেন। একটি জেলায় রিলায়্যান্সের থেকে ১৭৩ কোটি টাকার ফসল বিমা করানো হয়। এতে কেন্দ্র ও রাজ্য সরকার তাদের অংশ হিসেবে ৭৭ কোটি টাকা করে দেয়। চাষিরা দেন ১৯ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যায়, চাষিরা ক্ষতিপূরণের পুরো টাকা পাননি। ওই জেলায় রিলায়্যান্স ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। লাভ করেছে ১৪৩ কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement