কেন্দ্রকে তোপ রাহুল গাঁধীর। ফাইল চিত্র
দেশের আর্থিক বৃদ্ধি অসাধারণ! পেট্রোপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি নিয়ে রবিবার এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
শনিবার সর্বকালের শীর্ষে পৌঁছে গিয়েছে পেট্রোল, ডিজেলের দাম। তা নিয়ে টুইটারে রাহুলের কটাক্ষ, ‘মোদীজি, জিডিপি অর্থাৎ গ্যাস, ডিজেল এবং পেট্রোলের দামে অভাবনীয় বৃদ্ধি ঘটিয়েছেন! মূল্যবৃদ্ধির জেরে জনগণ জেরবার অথচ মোদী সরকার কর সংগ্রহে ব্যস্ত'।
গত ২ সপ্তাহ ধরে রোজ দাম বাড়ছিল পেট্রোল এবং ডিজেলের। শনিবার তা সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর পড়বে বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কেন্দ্র অবশ্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে দায় চাপিয়েছে সৌদি আরবের ঘাড়ে। কিন্তু কর ছাড়ের বিষয়ে টুঁ শব্দ করেননি পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই বিষয়কে সামনে রেখেই রবিবার টুইটে ধারালো আক্রমণ শানিয়েছেন রাহুল।