রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। - ফাইল ছবি
বেকারত্বের সমস্যা নিয়ে কি মোদী সরকার সত্যি সত্যিই কিছু ভাবছে? বেকার নয় বলে যাঁদের ধরা হচ্ছে সরকারি হিসেবে, তাঁরা কি সত্যি সত্যিই তাঁদের কাজ নিয়ে সন্তুষ্ট?
এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন তুললেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজন। তাঁর কথায়, ‘‘ভাল কাজ জোটানোর চাহিদা কিন্তু খুব। যাঁরা দীর্ঘ দিন বেকারত্বের পর কাজ পাচ্ছেন, তাঁরা কি তাঁদের কাজ নিয়ে আদৌ সন্তুষ্ট? পরিসংখ্যান ঠিকঠাক তথ্য দিচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। সরকারি পরিসংখ্যান নিয়ে যেন সংশয় না থাকে মানুষের।’’
তাঁর নতুন বই ‘দ্য থার্ড পিলার’-এর প্রকাশ উপলক্ষে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কয়েকটি অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করেননি রাজন।
চলতি অর্থবর্ষের শেষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে। সেই দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজন। তাঁর কথায়, ‘‘কিসের ভিত্তিতে ওই দাবি করা হয়েছে, জানি না।’’
আরও পড়ুন- বিনি পয়সায় কত দিন, প্রশ্ন তুললেন রাজন
আরও পড়ুন- রোজগার বাড়াতে প্রস্তাব রঘুরামের
নোটবন্দির সিদ্ধান্ত যে বড় ভুল ছিল মোদী সরকারের, ফের সে কথা মনে করিয়ে দিয়ে রাজন বলেছেন, ‘‘নোটবন্দির পর অনেকটা সময় চলে গিয়েছে। ওই ঘটনা থেকে সরকার কী শিখল, এখন তা জানার সময় হয়ে গিয়েছে আমাদের। নোটবন্দিতে ভালটা কী হয়েছে আর কী কী খারাপ হয়েছে। ঠিক মতো প্রশাসন চালানোর জন্য সব সরকারেরই উচিত নিজের সিদ্ধান্তকে খতিয়ে দেখা।’’