Punjab & Haryana High Court

এক গ্রাম হেরোইন রাখাটা জামিন অযোগ্য হতে পারে না, মত পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের

সামান্য পরিমাণ মাদক নিয়ে কেউ ধরা পড়লে, তাঁকে অবশ্যই জামিন দিতে হবে। একটি মামলার শুনানিতে জানিয়ে দিল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:৩৭
Share:
এক গ্রাম হেরোইন রাখাটা জামিন অযোগ্য হতে পারে না, বলল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট।

এক গ্রাম হেরোইন রাখাটা জামিন অযোগ্য হতে পারে না, বলল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। —প্রতীকী ছবি।

সামান্য পরিমাণ মাদক নিয়ে কেউ ধরা পড়লেও, তাঁকে অবশ্যই জামিন দিতে হবে। একটি মামলার শুনানিতে জানিয়ে দিল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট।

Advertisement

জনৈক কুলদীপ সিংহ ওরফে কিপার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি গুরদীপ সিংহ নামের এক ব্যক্তিকে এক গ্রাম হেরোইন দিয়েছিলেন। গুরদীপের বয়ান শোনার পরেই কুলদীপের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। অন্য দিকে নিম্ন আদালতে কুলদীপ আগাম জামিনের আর্জি জানালে তা খারিজ হয়ে যায়। তার পর একই আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

সম্প্রতি সেই মামলার শুনানিতে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি অনুপ চিতকারা জানান, অল্প পরিমাণ মাদক রাখার জন্য কারও বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া যায় না। এ ক্ষেত্রে কুলদীপ প্রথম বারের অপরাধী, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁর আগাম জামিন মঞ্জুর করে উচ্চ আদালত।

Advertisement

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে মাদক আইনের ধারা তুলে ধরে জানান, বাণিজ্যিক স্বার্থে বিপুল পরিমাণ মাদক রাখা আর অল্প পরিমাণ মাদক রাখার মধ্যে ফারাক আছে। হাই কোর্টের এই পর্যবেক্ষণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। পঞ্জাব কিংবা হরিয়ানার মতো মাদক সেবন, চোরাচালানের বাড়বৃদ্ধি নতুন নয়। বহু ক্ষেত্রেই এই দুই রাজ্যের পুলিশকে মাদক সংক্রান্ত অপরাধ রুখতে কঠোর হতে হয়। বহু ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয় হওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে একটি মামলার প্রেক্ষিতে বললেও, পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের পর্যবেক্ষণ আগামী দিনেও নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে বল মত বিশেষজ্ঞদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement