Mobile Game

নয়া নামে ভারতে ফিরছে পাবজি, থাকছে না চিনা নিয়ন্ত্রণ

অ্যাপটির ডেভেলপর দক্ষিণ কোরিয়ার সংস্থা পাবজি কর্পোরেশন হলেও ভারতে সেটি পরিচালনার দায়িত্বে ছিল চিনা সংস্থা টেনসেন্ট গেমস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৫:৩১
Share:

প্রতীকী ছবি।

জনপ্রিয় মোবাইল গেম পাবজি ফিরতে চলেছে ভারতে। তবে নয়া নাম এবং চেহারায়। থাকছে না চিনা নিয়ন্ত্রণও।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘টিজার’ এসেছে ডেভেলপার সংস্থার তরফে। তৈরি হয়েছে ‘অফিসিয়াল ওয়েবসাইট’-ও। তা থেকে জানা যাচ্ছে, নয়া সংস্করণটির নাম হবে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’। বিশ্বজুড়ে পাবজির যে সংস্করণ রয়েছে, তা থেকে কিছুটা আলাদা হবে সাকিন দক্ষিণ কোরীয় ‘রয়্যাল ব্যাটল গেম’-এর ভারতীয় ‘রূপ’।

তবে ঠিক কবে পাবজি ভারতে আসবে তা এখনও ঘোষণা করা হয়নি। জানানো হয়নি, পাবজি গেমসে অংশগ্রহণের নয়া পদ্ধতি সংক্রান্ত খুঁটিনাটিও। একটি টেক নিউজ পোর্টাল আগ্রহীদের জানাচ্ছে, শীঘ্রই অভিনেতা আরশাদ ওয়ারসির ‘ট্রেলার’ প্রকাশ করে পুরো বিষয়টি খোলসা করা হবে। তবে পাবজি-র তরফে সরকারি ভাবে ‘ট্রেলার’ নিয়ে কিছু বলা হয়নি।

Advertisement

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা ফৌজের আগ্রাসী আচরণের আবহে সাইবার নিরাপত্তার যুক্তিতে সেপ্টেম্বরের গোড়ায় ১১৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। টিকটক, উইচ্যাটের পাশাপাশি সেই তালিকায় ছিল পাবজি-ও। কারণ, অ্যাপটির ডেভেলপর দক্ষিণ কোরিয়ার সংস্থা পাবজি কর্পোরেশন হলেও ভারতে সেটি পরিচালনার দায়িত্বে ছিল চিনা সংস্থা টেনসেন্ট গেমস।

আরও পড়ুন: ভোজ্য তেলের দাম বেড়েছে ৩০ শতাংশ, উদ্বিগ্ন অমিত শাহের মন্ত্রিগোষ্ঠী

নরেন্দ্র মোদী সরকার পদক্ষেপের জেরে ভারতে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যবসা হারিয়েছে পাবজি। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরীয় সংস্থাটি কিছুদিন আগে জানিয়েছিল, ভারতের আইন মেনে, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করে তারা ফিরে আসতে চায়। এরপর ‘পাবজি কর্পোরেশন’-এর পেরেন্ট বডি ক্র্যাফটন ইঙ্গিত দিয়েছিল, টেনসেন্ট গেমস-এর পরিবর্তে পাবজি মোবাইল ইন্ডিয়া-র পরিচালনার ভার থাকবে মাইক্রোসফ্‌টের ক্লাউড কম্পিউটিং পরিষেবা সংস্থা আজুরি-র হাতে।

আরও পড়ুন: বরফে ঢাকা লাদাখে সেনাদের স্বাচ্ছন্দ্য দিচ্ছে ‘গরম তাঁবু’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement