ভেমুলার মৃত্যুর প্রতিবাদে

রোহিত ভেমুলার আত্মহত্যা পর্বে উপাচার্য আপ্পা রাও পোডাইলের জড়িত থাকার অভিযোগে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভেলপুলা সুনকান্না শনিবার তাঁর হাত থেকে ডক্টরেট ডিগ্রির শংসাপত্র নিতে আপত্তি জানালেন।

Advertisement
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০৩:০১
Share:

প্রতিবাদে পথে।

রোহিত ভেমুলার আত্মহত্যা পর্বে উপাচার্য আপ্পা রাও পোডাইলের জড়িত থাকার অভিযোগে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভেলপুলা সুনকান্না শনিবার তাঁর হাত থেকে ডক্টরেট ডিগ্রির শংসাপত্র নিতে আপত্তি জানালেন। ভেলপুলা সেই পাঁচ জন ছাত্রের এক জন, গত বছর যাঁদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মানুবর্তিতা লঙ্ঘনের অভিযোগে সাসপেন্ড করেছিল। তাঁদের মধ্যে রোহিত ভেমুলাও ছিলেন। পরে যদিও সাসপেনশন তুলে নেওয়া হয়। কিন্তু এই বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রোহিতের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরে নতুন করে অশান্তি বাধে। এ দিন ভেলপুলা মঞ্চে উঠে আপত্তি জানালে সহ- উপাচার্য বিপিন শ্রীবাস্তব তাঁর হাতে শংসাপত্র তুলে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement