বর্ণবিদ্বেষ রুখতে যথেষ্ট নয় দণ্ডবিধি: আদালত

বর্ণবিদ্বেষের মোকাবিলায় ভারতীয় দণ্ডবিধির বর্তমান ধারা যথেষ্ট নয় বলেই মনে করে সুপ্রিম কোর্ট। দিল্লি ও দেশের অন্যত্র, পরের পর উত্তর-পূর্বের পড়ুয়াদের হেনস্থার ঘটনায় সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি জনস্বার্থের মামলা দায়ের হয়।

Advertisement
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০২:৪৭
Share:

বর্ণবিদ্বেষের মোকাবিলায় ভারতীয় দণ্ডবিধির বর্তমান ধারা যথেষ্ট নয় বলেই মনে করে সুপ্রিম কোর্ট। দিল্লি ও দেশের অন্যত্র, পরের পর উত্তর-পূর্বের পড়ুয়াদের হেনস্থার ঘটনায় সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি জনস্বার্থের মামলা দায়ের হয়। আজ প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এ এম খানবিলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত এক গুচ্ছ আবেদনের শুনানি চলছিল। সেখানেই উঠে আসে বেজবরুয়া কমিটির রিপোর্টের প্রসঙ্গ। ২০১৪-এ দিল্লিতে অরুণাচলের ছাত্র নিদো টানিয়ার হেনস্থা ও মৃত্যুর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেজবরুয়া কমিটি গঠন করে। বেজবরুয়া কমিটির রিপোর্টে আইন প্রণয়ন ও তা তদারকির জন্য একটি ‘নোডাল এজেন্সি’ গঠনের কথা বলা হলেও বাস্তবে তা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement