International News

দিল্লিতে প্রিয়ঙ্কা গাঁধীকে জড়িয়ে ধরলেন শেখ হাসিনা

প্রিয়ঙ্কার কথায়, ‘‘ওঁর (শেখ হাসিনা) সঙ্গে আর এক বার দেখা করার ইচ্ছাটা অনেক দিন ধরেই মনের মধ্যে পুষে রেখেছিলাম।ওঁর আলিঙ্গনের জন্য উন্মুখ হয়েছিলাম। ব্যক্তিগত শোক কাটিয়ে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যে ভাবে তিনি আজকের ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, তা আমাকে অনেক আগেই উদ্বুদ্ধ করেছিল। তা আমার কাছে সারা জীবনের আদর্শ হয়ে থাকবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৯ ১৮:০৯
Share:

প্রিয়ঙ্কা গাঁধীকে আলিঙ্গন শেখ হাসিনার। দিল্লিতে, রবিবার। ছবি- টুইটারের সৌজন্যে

যাঁর সঙ্গে আর এক বার দেখা করার ইচ্ছাটা মনে পুষে রেখেছিলেন বহু দিন ধরে, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এগিয়ে এসে আলিঙ্গন করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে। রবিবার দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা হওয়ার পর এই ভাবেই সন্তোষ প্রকাশ করলেন প্রিয়ঙ্কা।

Advertisement

প্রিয়ঙ্কার কথায়, ‘‘ওঁর (শেখ হাসিনা) সঙ্গে আর এক বার দেখা করার ইচ্ছাটা অনেক দিন ধরেই মনের মধ্যে পুষে রেখেছিলাম। ওঁর আলিঙ্গনের জন্য উন্মুখ হয়েছিলাম। ব্যক্তিগত শোক কাটিয়ে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যে ভাবে তিনি আজকের ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, তা আমাকে অনেক আগেই উদ্বুদ্ধ করেছিল। তা আমার কাছে সারা জীবনের আদর্শ হয়ে থাকবে।’’

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পাশে দাঁড়িয়ে হাসিনা আলিঙ্গন করছেন প্রিয়ঙ্কাকে, এমন ছবিও এ দিন তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। দিল্লিতে এ দিন সনিয়া গাঁধী ও আনন্দ শর্মা-সহ বহু কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেন হাসিনা। তাঁদের আধ ঘণ্টার বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

Advertisement

আরও পড়ুন- চাকরি, দ্রব্যমূল্য নিয়ে মোদী সরকারের উপর আস্থা কমেছে মানুষের, জানাল আরবিআই​

আরও পড়ুন- বেজিংয়ে গাঁধী জয়ন্তীর অনুষ্ঠানস্থল সরানোর ব্যাখ্যা দিল চিন​

চার দিনের সরকারি সফরে ভারতে এসেছেন হাসিনা। সপ্তাহের গোড়ার দিকে তাঁর বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement