ছবি: সংগৃহীত।
সম্প্রতি ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের দিনে জেএনইউ-র শিক্ষাগত উৎকর্ষ এবং যুক্তি ও বিতর্কের প্রতি ঝোঁকের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার পড়ুয়াদের মধ্যে বৈচিত্র, পড়াশোনার উঁচু মান সমেত এক গুচ্ছ কারণে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
কখনও নাছোড় সরকার-বিরোধী আন্দোলনের কারণে জেএনইউয়ের দরজাই বছর খানেকের জন্য বন্ধ করে দেওয়ার কথা বলেছেন সুব্রহ্মণ্যন স্বামীর মতো বিজেপি নেতা। আবার কখনও তার ক্যাম্পাসকে তুলে ধরা হয়েছে ‘টুকড়ে-টুকড়ে গ্যাংয়ের’ আস্তানা হিসেবে। তাই হালে সেই বিশ্ববিদ্যালয়ের এমন ঢালাও প্রশংসা তাৎপর্যপূর্ণ ঠেকছে অনেকের কাছে।
যদিও বুধবার জেএনইউয়ের বার্ষিক দীক্ষান্ত অনুষ্ঠানে ভিডিয়ো-বক্তৃতায় দুই ‘বিশেষ’ জেএনইউয়ের প্রাক্তনীর নামও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। এক জন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্য জন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, এঁদের জন্য নিশ্চয় বিশ্ববিদ্যালয় ও তার শিক্ষার্থীরা গর্বিত।