—প্রতিনিধিত্বমূলক ছবি।
ওড়িশার কেন্দ্রাপড়া জেলায় নিজের অফিসে কাজ করার সময়েই গত ২৫ অক্টোবর প্রসব বেদনা শুরু হয়েছিল রাজ্য সরকারের নারী ও শিশুকল্যাণ দফতরের কেরানি বর্ষা প্রিয়দর্শিনীর। অভিযোগ, যন্ত্রণায় ছটফট করলেও সাত মাসের অন্তঃসত্ত্বা বর্ষাকে সে দিন ছুটি দেননি তাঁর উর্ধ্বতন অফিসার স্নেহলতা সাহু। বর্ষা তাঁকে হাসপাতালে পাঠাতে বললে স্নেহলতা উল্টে দুর্ব্যবহার করেছিলেন। তিনি এবং অন্য অফিসারেরা সম্পূর্ণ উপেক্ষাই করেছিলেন বর্ষার আর্জি। শেষ পর্যন্ত আত্মীয়েরা ২৬ বছরের বর্ষাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, গর্ভেই মারা গিয়েছে তাঁর শিশুটি।
উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা জানিয়েছেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কেন্দ্রাপড়ার ডেরাবিশ ব্লকের শিশুকল্যাণ প্রকল্প অফিসার (সিডিপিও) স্নেহলতাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রভাতীর হাতেই নারী ও শিশুকল্যাণ দফতরটি রয়েছে। স্নেহলতার যদিও দাবি, তিনি বর্ষার অবস্থা বুঝতে পারেননি। বর্ষা বলেন, ‘‘গত তিন বছর ধরে সিডিপিও আমাকে নির্যাতন করছেন। আমি সন্তানসম্ভবা হওয়ার পরে নির্যাতনের মাত্রা বাড়ে। সব সহ্য করেই ওখানে কাজ করছিলাম।’’ সন্তান হারিয়ে জেলাশাসকের কাছে স্নেহলতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বর্ষা। জেলাশাসকের দফতর জেলা সমাজকল্যাণ আধিকারিককে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছে।