ভারত থেকে কি পোলিও নির্মূল হয়ে গিয়েছে?
প্রশ্নটা ফের এক বার জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে। কারণ, তেলঙ্গানার একটি ল্যাবরেটরিতে নর্দমার জল পরীক্ষা করতে গিয়ে পাওয়া গিয়েছে পোলিওবাহী ‘টাইপ টু ভাইরাস’। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে টিআরএস সরকারের কপালে। শুধু তাই নয়, উদ্বিগ্ন হয়ে পড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরও। যে কারণে ফের পোলিও নিয়ে প্রচারের উপরেই জোর দিচ্ছে সরকার। তেলঙ্গানার স্বাস্থ্য সচিব রাজেশ্বর তিওয়ারি জানিয়েছেন, পরীক্ষার জন্য অম্বরপেত এলাকার একটি নর্দমার জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার থেকে পোলিওবাহী ওই ভাইরাস পাওয়া গিয়েছে।
২০১১ সালে ভারতকে পোলিওমুক্ত দেশ বলে ঘোষণা করা হলেও, নতুন করে পোলিওবাহী ওই ভাইরাস পাওয়ায় উদ্বেগ বেড়েছে। আগামী ২০ এবং ২৬ জুন তেলঙ্গানার রঙ্গ রেড্ডি জেলায় বিশেষ প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আতঙ্ক যাতে না ছড়ায় সে ব্যাপারেও প্রচার চালানো হবে। পাশাপাশি, ছ’মাস থেকে তিন বছর বয়সী সকল শিশুকে যাতে নিয়ম করে পোলিও টিকা খাওয়ানো হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজেশ্বর তিওয়ারি।