Odisha

বাইক কেনার টাকা নেই, ৯ দিনের সন্তানকে ৬০ হাজার টাকায় বিক্রির অভিযোগ! উদ্ধার করল পুলিশ

শিশু বিক্রির অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়তেই তা নিয়ে মুখ খোলেন অভিযুক্ত দম্পতি। অভিযোগ অস্বীকার করেছেন ‘দত্তক’ নেওয়া দম্পতিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
Share:
Police rescue the boy after allegation against couple for selling

প্রতিনিধিত্বমূলক ছবি।

দীর্ঘ দিনের ইচ্ছে, বাইক কিনবেন। কিন্তু টাকার অভাবে তা হয়ে ওঠেনি। অভিযোগ, সেই টাকা জোগাড় করতেই নিজেদের ৯ দিন বয়সি সন্তানকে ৬০ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক দম্পতি। সেই টাকার কিছু দিয়ে একটি বাইকও কিনেছেন তাঁরা! যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দু’জনেই। তাঁদের দাবি, দারিদ্র্যের কারণে সন্তানকে মানুষ করার সামর্থ্য ছিল না। তাই এক নিঃসন্তান দম্পতিকে তাঁদের সন্তান দিয়েছেন। বিনিময়ে নেননি কোনও অর্থ।

Advertisement

ওড়িশার বালেশ্বরের বাস্তা এলাকার এক দম্পতির বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ উঠেছে। দম্পতির এক পরিচিত দাবি করেছেন, বাইক কেনার টাকা জোগাড় করতে নিজেদের সন্তানকে বিক্রি করেছেন তার বাবা-মা। সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ এবং রাজ্য শিশু কল্যাণ কমিটির যৌথ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

শিশু বিক্রির অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়তেই তা নিয়ে মুখ খোলেন অভিযুক্ত দম্পতি। শিশুটির মা জানান, তাঁদের অভাবের সংসার। রোজ দু’বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। এ হেন পরিস্থিতিতে সন্তান মানুষ করা, তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই এক নিঃসন্তান দম্পতিকে তাঁরা তাঁদের ৯ দিনের সন্তান দিয়েছেন। বিক্রি নয় সন্তান ‘দান’ করেছেন বলেই দাবি ওই দম্পতির। যাঁদের কাছে সন্তান বিক্রির অভিযোগ উঠেছে, সেই দম্পতিও দাবি করেন, শিশুটিকে নেওয়ার বিনিময়ে তাঁরা কোনও অর্থ দেননি।

Advertisement

পুলিশ জানিয়েছে, তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। শিশু বিক্রির ঘটনার নেপথ্যে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement