সাংবাদিক সম্মেলনের পর সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করছে পুলিশ। ছবি: পিটিআই।
সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিদের চিহ্নিত করে ফেলেছেন তদন্তকারীরা। এমনটা আগেই জানিয়েছিলেন, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি। এর বেশি সে দিন আর কিছু জানাননি তিনি। এর পর শনিবার লঙ্কেশ খুনে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল পুলিশ। এর মধ্যে রয়েছে মূল দুই অভিযুক্তের স্কেচও। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই স্কেচ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)।
সিটের বিশেষ তদন্তকারী অফিসার বিকে সিংহ এ দিন সাংবাদিক সম্মেলনে জানান, মূল দুই সন্দেহভাজনের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। খুনের আগে গৌরি লঙ্কেশের বাড়ির সামনে তাদের বেশ কয়েক বার দেখা গিয়েছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। অভিযুক্তদের অপরাধের স্বপক্ষে আরও তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই লঙ্কেশ খুনের তদন্তে প্রায় ২৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান সিংহ। একই সঙ্গে পুলিশের অনুমান, নরেন্দ্র দাভলকর খুনের সঙ্গে গৌরি লঙ্কেশ খুনের কোনও যোগ নেই।
আরও পড়ুন: চিহ্নিত হয়ে গিয়েছে লঙ্কেশের খুনিরা, দাবি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর
সাংবাদিক গৌরী লঙ্কেশ গত ৫ সেপ্টেম্বর রাতে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন। বাইকে চড়ে আসা আততায়ীরা তাঁকে প্রায় সামনে থেকে গুলি করে। গৌরী লঙ্কেশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়েছিল। মুখ ঢাকতে এক আততায়ী হেলমেট পরে এসেছিল, দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে।