সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই দৃশ্য।
হেলমেট না পরে বাইক চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়লে নিয়মমাফিক জরিমানা দিতে হয়। কিন্তু হেলমেট না পরে বাইক চালানোর অপরাধে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ব্যক্তির সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মী যা করলেন তা দেখে শিউরে উঠেবেন।
আরও পড়ুন: আল্লার পর আপনিই শেষ ভরসা, সুষমাকে টুইট পাক নাগরিকের
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মারাত্মক ঘটনাটি। গত বৃহস্পতিবার বাইকের পিছনে এক যুবককে বসিয়ে রাজেশ নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। রাজেশ জানতেন না যে একটু দূরেই পুলিশ চেকিং চলছে। তিনি বাইক নিয়ে এগিয়ে যান। বাইকের গতি যথেষ্টই ছিল। পুলিশকর্মীদের পাশ দিয়ে যেতেই চলন্ত অবস্থায় সাব-ইনস্পেক্টর (এসআই) মারিয়া আকরোস রাজেশকে লক্ষ্য করে তাঁর হাতে থাকা লাঠি দিয়ে জোরে আঘাত করেন। কোনও রকমে টাল সামলে নেন রাজেশ। কিন্তু লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি ধরা পড়ে।
দেখুন সেই ভিডিও
আরও পড়ুন: ২৬/১১-র ফিঙ্গারপ্রিন্টস এখনও টাটকা ছবি
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। প্রশ্ন ওঠে, হেলমেট না পরার জন্য ওই বাইকআরোহীকে দাঁড় করিয়ে জরিমানা করতে পারতেন ওই এসআই। তা না করে কেন ও রকম একটা কাণ্ড ঘটলেন? ওই বাইকআরোহীর এ ক্ষেত্রে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত, মৃত্যুও হতে পারত!
ভিডিওটি নিয়ে যখন শোরগোল পড়ে যায়, অভিযুক্ত ওই এসআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জেলার পুলিশ সুপার এম দুরাই এনডিটিভি-কে জানান, এসআই-কে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলছে। পাশাপাশি, তিনি এটাও জানান, পুলিশকে দেখে ওই বাইকআরোহী ঘটনাটির আগে উত্যক্ত করেন বলে জানা গিয়েছে। সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কী হয়েছিল।