Husband and Wife Fight In Rajsthan

স্বামীর মুখ বন্ধ করতে কামড়ে জিভ ছিড়ে নিলেন বধূ! ঘর ঢুকে দা দিয়ে কাটতে গেলেন নিজের হাতের শিরা

২৩ বছরের বধূ রবিনা সাইনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্বশুরবাড়ির লোকজন। স্বামী কানহাইয়ালাল সাইনের চিকিৎসা চলছে হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মাত্র দেড় বছরের দাম্পত্য। কিন্তু বিয়ের শুরু থেকেই স্বামী-স্ত্রীর বনিবনার অভাব। শুক্রবার ঝগড়ার সময় স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়াড় জেলার বাকানিতে। ২৩ বছরের বধূ রবিনা সাইনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্বশুরবাড়ির লোকজন। স্বামী কানহাইয়ালাল সাইনের চিকিৎসা চলছে হাসপাতালে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, দেড় বছর আগে কানহাইয়ালাল এবং রবিনের বিয়ে হয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ লেগেই ছিল। বনিবনার অভাবে প্রতি দিনই ঝগড়া হত দু’জনের। বৃহস্পতিবার রাতেও অশান্তি হয়। সেই সময় স্বামীর জিভ কামড়ে ধরেন রবিনা। কানহাইয়ার চিৎকার শুনে পরিবারের সকলে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত হয়ে ছটফট করছেন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বধূর বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ। ইচ্ছাকৃত ভাবে আঘাতের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১৫ (২) এবং ১১৮ (২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অন্য দিকে, স্বামীকে আঘাত করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন রবিনা। তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। দা দিয়ে হাতের শিরা কাটতে গিয়েছিলেন ওই বধূ। তবে পরিবারের লোকজন তাঁকে আটকেছেন।

Advertisement

বর্তমানে হাসপাতালে রয়েছেন যুবক। চিকিৎসকেরা জানিয়েছেন, জিভে সেলাই করতে হবে। কানহাইয়ালালের সুস্থ হতে বেশ কিছু দিন লাগবে। পুলিশ জানিয়েছে, এই অবস্থায় আক্রান্তের বয়ান রেকর্ড করা যাচ্ছে না। কিছু দিন অপেক্ষা করছে তারা। দেওরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিনাকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করে ফেলেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement