নিহত ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহ। —ফাইল চিত্র।
প্রথমে পাথর ছুড়ে মারা হয়। তারপর লাঠিপেটাকরা হয়েছিল বুলন্দশহরের ইনস্পেকটর সুবোধকুমার সিংহকে। আক্রমণকারীরা এখানেও থামেনি। এরপর ধারালো অস্ত্রের আঘাত এবং সবশেষে ওই পুলিশ কর্তারই সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি করে খুন করা হয় তাঁকে।
বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার হয় ওই ইনস্পেকটর খুনে অন্যতম অভিযুক্ত প্রশান্ত নট্টকে। তাকে জেরা করেই এই তথ্য জানা গিয়েছে। জেরায় পুলিশ জানতে পেরেছে, ইনস্পেক্টর সুবোধকুমার সিংহের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে ওই দিন ট্রিগার চেপেছিল এই প্রশান্তই।
চলতি মাসের ৩ তারিখে বুলন্দশহরের স্যানা মহকুমা এলাকায় মাহু গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া একটি মাঠে গরুর মাংস পড়ে থাকতে দেখা গিয়েছে বলে গুজব রটে যায়। ওই দিন গো-হত্যার প্রতিবাদে সকাল ১১টা নাগাদ ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। ট্র্যাক্টর-ট্রলি ভরে ওই মাংস নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন এলাকার শ’চারেক মানুষ। সেই বিক্ষোভ সামালতে গিয়েই খুন হতে হয় সুবোধকুমারকে।
আরও পড়ুন: বেনামে লগ্নি? রোজভ্যালি-কাণ্ডে জড়াল পুলিশ কর্তার নাম