প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
গত বছর জন্মদিন শুরু হয়েছিল কুনো অভয়ারণ্যে চিতা ছাড়ার মধ্যে দিয়ে। এ বছর গড়ালেই লোকসভা ভোট। তাই এ বার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে চলেছে পিএম বিশ্বকর্মা প্রকল্প। ওবিসি সমাজের কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যেই ওই পরিকল্পনা হাতে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আগামি কাল প্রধানমন্ত্রীর জন্মদিনে চালু হবে আয়ুষ্মান ভব প্রকল্পও। এ ছাড়া, ঘটনাচক্রে কালই নতুন সংসদ ভবনের গজদ্বারে
জাতীয় পতাকা তুলবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে প্রথাগত শিল্পী ও কারিগরদের জন্য ওই প্রকল্প চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। প্রায় ১৩ হাজার কোটি টাকার ওই প্রকল্পকে ওবিসি কারিগর সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে ব্যাখ্যা করছেন বিজেপি নেতৃত্ব। দেশের ওবিসি সমাজের বড় অংশ ক্ষৌরকার, স্বর্ণকার, রাজমিস্ত্রির কাজ করেন। তাঁরা বিশ্বকর্মা পোর্টালে নাম লিখিয়ে প্রথমে প্রশিক্ষণ, শংসাপত্র ও শেষে কম সুদের হারে প্রথমে এক লক্ষ ও পরে দু’লক্ষ টাকার ঋণ পাবেন। বিরোধীদের মতে, নির্বাচনে ওবিসি সমাজের সমর্থন নিশ্চিত করতেই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া, আয়ুষ্মান ভব যোজনার সূচনা হবে আগামিকাল। ওই কর্মসূচির মাধ্যমে মূলত আয়ুষ্মান কার্ড তৈরির উপরে জোর দেওয়া হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি ঘুরে ওই কার্ড করে দেওয়া হবে।
আগামিকাল প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বিশেষ সেবা সপ্তাহ পালনের লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যাতে রক্তদান, অঙ্গদান শিবির, আয়ুষ্মান মেলার আয়োজন করা হবে। হবে আয়ুষ্মান সভা। যক্ষ্মা ও সিকল সেল অ্যানিমিয়া রোগের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচার চালানো হবে
সভাগুলি থেকে।
এগিয়ে এসেছেন বিজেপি নেতৃত্বও। দলের পক্ষ থেকে শহর ও গ্রামে রক্তদান শিবির, মরণোত্তর দেহদানের বিষয়ে জনসচেতনা শিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, যাঁদের জনধন যোজনায় অ্যাকাউন্ট নেই, কিংবা উজ্জ্বলা গ্যাস নেই এমন ব্যক্তিদের তা দেওয়ার ব্যবস্থা করার কাজ হাতে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। এ ছাড়া দেশ জুড়ে বৃক্ষরোপণ, গ্রামের প্রান্তিক মানুষের ঘরে গিয়ে কেন্দ্রের জনমুখী প্রকল্পের সুফল নিশ্চিত করতে চান
বিজেপি নেতৃত্ব।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই জন্মদিনের সন্ধ্যায় মা হীরাবেনের সঙ্গে দেখা করতে আমদাবাদ যেতেন প্রধানমন্ত্রী। গত ডিসেম্বর মাসে মারা গিয়েছেন হীরাবেন। ফলে এ বছর আর তা হচ্ছে না।