(বাঁ দিকে) সুনীতা উইলিয়ামস এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।
ন’মাসের বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পথ ধরেছেন সুনীতা উইলিয়ামস। সঙ্গে রয়েছেন নভশ্চর বুচ উইলমোর। সেই আবহে এ বার সুনীতাকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি প্রকাশ্যে এসেছে। সুনীতার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর প্রতি আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন।
দিন কয়েক আগেই মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। চিঠিতে সেই বৈঠকের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে কথা বলার সময় আপনার (সুনীতা উইলিয়ামস) নাম আসে। আপনার এবং আপনার কৃতিত্ব নিয়ে আমরা কতটা গর্বিত, তা নিয়ে আলোচনা করেছি।’’ মোদী জানান, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখনই তাঁর সাক্ষাৎ হয়েছে, তখনই সুনীতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
মোদী তাঁর চিঠিতে আরও লেখেন, ‘‘১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ভারতীয় সব সময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করি। সাম্প্রতিক ঘটনাবলি আবার অনুপ্রেরণা জুগিয়েছে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতীয়েরা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন।’’
সুনীতা উইলিয়ামসকে লেখা নরেন্দ্র মোদীর চিঠি। ছবি: এক্স (সাবেক টুইটার)।
মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য সুনীতাকে আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, ‘‘ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারতের জন্য তার সবচেয়ে খ্যাতিমান কন্যাদের এক জনকে আতিথ্য দেওয়া আমাদের কাছে আনন্দের বিষয়।’’ মোদীর কথায় উঠে এসেছে সুনীতার বাবা দীপক পাণ্ড্য, মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও। উল্লেখ্য, মোদী গত ১ মার্চ সুনীতার উদ্দেশে এই চিঠি লেখেন। তবে সুনীতা ফেরার যানে ওঠার পরই সেই চিঠি প্রকাশ্যে এল।
গত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু তাঁদের বাহক বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সুনীতাদের ঘরে ফেরা আটকে যায়। তার পর বার বার ফেরানোর চেষ্টা হয়েছে। কিন্তু এক বারও সফল হয়নি। প্রায়ই কোনও না কোনও যান্ত্রিক ত্রুটি বাধা হয়ে দাঁড়িয়েছে সুনীতাদের ফেরার পথে। অবশেষে পৃথিবীতে ফেরার পথ ধরেছেন সুনীতারা।