প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
শুক্রবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অফিস সূ্ত্রে জানানো হয়েছে এই খবর। বৃহস্পতিবারই ১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করেছে ভারত। তার ঠিক পরদিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে কী বলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
১০০ কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করার দিন প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।
শুক্রবারের জাতির উদ্দেশে ভাষণে কী বলতে পারেন, তা নিয়ে জল্পনার পাশাপাশি একটি মহল মনে করছে, টিকাকরণে মাইলফলক ছুঁলেও করোনার বিরুদ্ধে মানুষকে সংগ্রাম জারি রাখার কথা বলতে পারেন প্রধানমন্ত্রী মোদী। মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য করোনা বিধির যথাযথ পালনের কথা আরও এক বার মনে করিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী।