দলের নেতাদের ভাবমূর্তি উদ্ধারের ব্যাপারে সতর্ক করলেন নরেন্দ্র মোদী। ফাইল চিত্র
সামনে উত্তরপ্রদেশ, পঞ্জাবে নির্বাচন। তার আগে দলের নেতাদের ভাবমূর্তি উদ্ধারের ব্যাপারে সতর্ক করলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানে সংসদের অধিবেশনে সাংসদদের আরও নিয়মিত উপস্থিত থাকার কথা বলে তাঁর সতর্কবার্তা, ‘‘আপনারা যদি নিজেদের না বদলান, তা হলে সময়ের সঙ্গে আপনাদেরও পাল্টে ফেলা হবে।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘সংসদের অধিবেশনে আরও নিয়মিত উপস্থিত থাকতে হবে। আপনারা কেউ বাচ্চা নন। তাই ক্রমাগত এক কথা বলতে আমারও ভাল লাগে না।’’
সংসদের শীতকালীন অধিবেশন সবে শুরু হয়েছে। সংসদ শুরু হতেই নানা বিষয় নিয়ে উত্তাল দুই কক্ষ। তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হলেও ক্ষোভ কমেনি। ১২ জন সাংসদকে সাসপেন্ড করা, নাগাল্যান্ডে সেনার গুলি চালনার মতো ঘটনা নিয়ে প্রতিদিনই সংসদ সরগরম হচ্ছে। এরই মধ্যে মোদীর এই সতর্কবাণী।