India-US Relation

মাস্কের সঙ্গে মোদীর ফোনে কথা! ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহেই প্রযুক্তি নিয়ে আলোচনা

প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের! ইলন মাস্কের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানান নরেন্দ্র মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৫:৩২
Share:
PM Narendra Modi speaks to Elon Musk, discusses tech and innovation collaboration

মার্কিন সফরের সময় ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। —ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হল টেসলা এবং স্পেসএক্সের কর্তা ইলন মাস্কের। প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের। মাস্কের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানান মোদী। অনেকের মতেই, প্রযুক্তি খাতে মাস্কের কোম্পানির বিনিয়োগ করার পথ আরও প্রশস্ত হবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে মাস্কের সঙ্গে বৈঠক করেন মোদী।

Advertisement

ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার করতে উদ্যোগী মোদী সরকার। সেই আবহেই আমেরিকা গিয়েছিলেন মোদী। ট্রাম্পের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর। শুধু তা-ই নয়, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিও অগ্রাধিকার পায়।

তবে সেই আবহেই ট্রাম্পের শুল্কনীতির কোপে পড়ে ভারতও। প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্প ঘোষণা করেন, যে দেশ আমেরিকান পণ্যের উপর যত পরিমাণ শুল্ক চাপাবে, আমেরিকাও সেই দেশের পণ্যের উপর তত পরিমাণ পাল্টা আমদানি শুল্ক আরোপ করবে। কোন দেশের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করেছে তাঁর প্রশাসন, গত ২ এপ্রিল ট্রাম্প তা জানান। সেই তালিকায় দেখা যায়, ‘বন্ধু’ ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যদিও পরে চিন বাদে অন্য দেশের উপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প।

Advertisement

তবে দিনে দিনে চিনের সঙ্গে শুল্কযুদ্ধ বেড়েই চলেছে আমেরিকার। কখনও আমেরিকা চিনা পণ্যের উপর শুল্কের হার বৃদ্ধি করছে, আবার কখনও পাল্টা শুল্ক চাপাচ্ছে চিনও। দুই দেশের এই বাণিজ্যযুদ্ধে নয়াদিল্লিকে পাশে থাকার আবেদন করেছে বেজিং। যদিও এই বিষয়ে মোদী সরকার কোনও মন্তব্য করেনি। সেই আবহেই এ বার মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন মোদী। এই ফোনালাপ খুবই উল্লেখযোগ্য বলে মনে করছেন অনেকে।

মাস্কের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়ে মোদী লেখেন, ‘‘বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলিও উঠে এসেছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এই সব ক্ষেত্রে আমেরিকার সঙ্গে আমাদের অংশীদারিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

মাস্কের সংস্থা টেসলা এখনও আনুষ্ঠানিক ভাবে ভারতে প্রবেশ করেনি। তবে চলতি বছরের শুরুতে ট্রাম্প-মাস্কের বৈঠকের পরই এ দেশে বৈদ্যুতিন গাড়ি শিল্পে টেসলা ভারতে নিয়োগ করা শুরু করেছে। অতীতে বৈদ্যুতিন গাড়ি শিল্প নিয়ে ভারত সরকার এবং মাস্কের মধ্যে চাপানউতর ছিল। গাড়ি সংস্থার প্রধান উদ্বেগের বিষয় ছিল, ভারতে বৈদ্যুতিন গাড়িতে উচ্চ আমদানি শুল্ক! তবে গত বছরের মার্চে বৈদ্যুতিন গাড়িতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার পরই মোদী-মাস্কের বৈঠক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement