PM Narendra Modi

লোকসভার লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠকে মোদী

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরতে ‘বিশিষ্ট ভারত সংকল্প যাত্রা’ এবং প্রকল্পের সুফল যথাসম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েও কথা হয়েছে বৈঠকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখা ও কর্মসূচির পরিকল্পনা করার লক্ষ্যে দলের জাতীয় পদাধিকারীদের সঙ্গে আজ দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

মোদী বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা প্রকাশ্যে এই বৈঠকের বিষয়ে কিছু বলেননি। তবে সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার কী কী কাজ করেছে, ভোট ঘোষণা হওয়ার আগের তিন মাসে তা নিয়ে প্রচারের পরিধি আরও বিস্তৃত করার পরামর্শ দেওয়া হয়েছে নেতাদের। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরতে ‘বিশিষ্ট ভারত সংকল্প যাত্রা’ এবং প্রকল্পের সুফল যথাসম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েও কথা হয়েছে বৈঠকে। নড্ডা এক্স হ্যান্ডলে লেখেন, ‘যুব সম্প্রদায়, মহিলা, কৃষক এবং দরিদ্র— প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এই প্রধান স্তম্ভগুলিকে মজবুত করার মাধ্যমে উন্নত ভারত গঠনের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি।’ দু’দিনের এই বৈঠকে বিজেপির সব রাজ্য সভাপতি যোগ দিয়েছেন। আগামিকাল আসতে পারেন অমিত শাহও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement