PM Narendra Modi

আদিবাসী ভোটে নজর মোদীর

লোকসভা নির্বাচনের আগে আদিবাসী ভোটব্যাঙ্কের প্রতি যত্নশীল প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এক জনকে মোদীর প্রশ্ন, “এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়ার পর নিশ্চয়ই অনেক নতুন পদ রান্না করছেন?”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ০৭:৫৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

‘জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’ কর্মসূচির আওতায় আজ ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা–গ্রামীণ’-এর এক লক্ষ সুবিধাপ্রাপককে প্রথম কিস্তির টাকা অর্থাৎ ৫৪০ কোটি টাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন “সরকারের লক্ষ্য, জনকল্যাণমূলক কর্মসূচি সুফল থেকে কেউ যেন বঞ্চিত না হন।”

Advertisement

লোকসভা নির্বাচনের আগে আদিবাসী ভোটব্যাঙ্কের প্রতি যত্নশীল প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এক জনকে মোদীর প্রশ্ন, “এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়ার পর নিশ্চয়ই অনেক নতুন পদ রান্না করছেন?” ইতিবাচক সাড়া পেয়ে প্রধানমন্ত্রীর পরের প্রশ্ন, “নতুন কী কী পদ শিখলেন?” এ বারে সেই ব্যক্তি দ্বিধাগ্রস্ত, দেখে মোদীর মশকরা, “কোনও ভাল পদ রান্না করলে জানান, আমি খেতে আসব না! আপনি চিন্তা করবেন না!”

প্রধানমন্ত্রীর আদিবাসী মন জয়ের চেষ্টাকে নিশানা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, “সরকারকে তিনটি প্রশ্ন করতে চাই— কেন ২০১৩-র তুলনায় আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ ৪৮.১৫ শতাংশ বেড়েছে? কেন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ২০০৬ সালে অরণ্যের অধিকার সংক্রান্ত আইন বাস্তাবয়িত করতে পুরোপুরি ব্যর্থ? মোদী সরকারের আদিবাসী মন্ত্রকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে খরচ কেন ক্রমশ কমছে?”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement