ফের মোদীর মুখে ঘর তৈরির স্বপ্ন

ঘর তৈরির স্বপ্ন দেশবাসীর সামনে আজ ফের তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মোদী। এই প্রকল্পের সুফল পেয়েছেন, এমন প্রায় লক্ষাধিক ব্যক্তির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। প্রতিশ্রুতি দিয়ে জানান, ২০২২-এ দেশের সব মানুষের মাথার উপরে থাকবে ছাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৪:১১
Share:

নরেন্দ্র মোদী। ছবি: এএফপি

ক্ষমতায় এসেই সকলের মাথার উপরে ছাদ জোগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রকল্প সফল হলে লোকসভা ভোটে তা বিজেপির প্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারত। কিন্তু প্রকল্প রূপায়ণে ঢিলেমির জেরে শহরাঞ্চলে লক্ষ্যমাত্রার দশ শতাংশও ছোঁয়া যায়নি। এই নেতিবাচক পরিস্থিতিতে ক্ষত মেরামতিতে তৎপর হলেন প্রধানমন্ত্রী।

Advertisement

ঘর তৈরির স্বপ্ন দেশবাসীর সামনে আজ ফের তুলে ধরতে উদ্যোগী হয়েছেন মোদী। এই প্রকল্পের সুফল পেয়েছেন, এমন প্রায় লক্ষাধিক ব্যক্তির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। প্রতিশ্রুতি দিয়ে জানান, ২০২২-এ দেশের সব মানুষের মাথার উপরে থাকবে ছাদ।

কিন্তু চার বছর ধরে যে শম্বুক গতিতে প্রধানমন্ত্রী আবাস নির্মাণ যোজনার কাজ চলেছে, তাতে স্বপ্ন কতটা পূরণ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান বলছে, আবাস নির্মাণে গ্রামের তুলনায় পিছিয়ে রয়েছে শহর। কেন্দ্রীয় আবাসন মন্ত্রকের তথ্য বলছে, গত তিন বছরে শহরে ৪৬ লক্ষ বাড়ি তৈরির কথা ছিল। কিন্তু হয়েছে মাত্র ৪ লক্ষ নতুন ঘর। মোদী আজ প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী তিন বছরে শহরাঞ্চলে আরও দু’কোটি বাড়ি বানাবে সরকার। গ্রামীণ এলাকায় তৈরি হবে আরও তিন কোটি বাড়ি। আগের লক্ষ্যমাত্রাই যেখানে ছোঁয়া যায়নি, সেখানে পরের তিন বছরে কোন নতুন সমীকরণে ওই বিপুল সংখ্যক বাড়ি বানানো সম্ভব হবে, সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement