মঙ্গলবার মধ্যরাত থেকেই বাতিল হয়ে যাবে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট। এ দিন সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, “কালোটাকা, জালনোট এবং দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ সরকারের।” প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই দেশজুড়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। তবে মোদী মানুষকে আতঙ্কিত হতে নিষেধ করেছেন। তিনি বলেন, “আপনার টাকা আপনারই থাকবে। এ ব্যাপারে আতঙ্কিত হবেন না।”
কিছু দিন আগেই বদোদরাতে গিয়ে একটি সমাবেশে মোদী বলেছিলেন, “যদি কালোটাকা বিরুদ্ধে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালানো যায় তা হলে কেমন হয়।” তখন তাঁর এই কথার অর্থ কেউ ধরতে পারেননি। স্বাধীনতার পর দেশে দুর্নীতি ও কালো টাকা রুখতে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোদী এই কালো টাকাকেই হাতিয়ার করে ক্ষমতায় এসেছিলেন। এ বার কালোটাকা রুখতে কড়া পদক্ষেপ করল তাঁর সরকার।
মোদী বলেন, “বিশ্ব অর্থনীতিতে ভারত এগোচ্ছে। বিশ্বে এক উজ্জ্বল নক্ষত্র ভারত। সীমান্তপারের শত্রুরা জাল নোট ছড়িয়ে ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কিছু আমাদের একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয়, আশা করি দেশবাসী তা পারবে। দেশবাসী নিজেদের অসুবিধাকে বেছে নেবে, কিন্তু দুর্নীতিকে নয়।”
তিনি মনে করিয়ে দেন, ইতিমধ্যেই কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। দেশের প্রতিটি নাগরিক যাতে গর্বের সঙ্গে কাজ করতে পারেন তার জন্য এই সাফাই অভিযান জরুরি বলেও মন্তব্য করেন মোদী।
৫০০ ও হাজার টাকার নোটের বাতিলের ঘোষণার পাশাপাশি মোদী দেশবাসীকে আশ্বাস দিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই। কার্ড ও চেকের মাধ্যমে লেনদেনে কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি।
আরও খবর...