Narendra Modi

৫০০ টাকা বেস প্রাইসের মোদীর ফটো স্ট্যান্ড বিক্রি হল এক কোটিতে!

সেই নিলামে নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি ফটো স্ট্যান্ডের বেস প্রাইস ছিল মাত্র ৫০০ টাকা। সোমবার তা বিক্রি হল এক কোটি টাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৬
Share:

এই ফটোস্ট্যান্ড বিক্রি হয়েছে এক কোটিতে। ছবি ই-অকশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

সরকারি কাজে গত ছয় মাসে বিভিন্ন জায়গায় সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সব সফরকালে বিভিন্ন উপহারও পেয়েছেন তিনি। সেই সব উপহার অনলাইনের মাধ্যমে তোলা হয়েছে নিলামে। সেই নিলামে নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি ফটো স্ট্যান্ডের বেস প্রাইস ছিল মাত্র ৫০০ টাকা। সোমবার তা বিক্রি হল এক কোটি টাকায়।

Advertisement

এক কোটি টাকায় বিক্রি হওয়া সেই ফটোস্ট্যান্ডে ছিল গুজরাতিতে লেখা নরেন্দ্র মোদীর বার্তা। সেটি ছাড়াও নিলামে উঠেছিল ধাতুর তৈরি একটি ভাস্কর্য। সেখানে বাছুরকে দুধ খাওয়াচ্ছে গরু। বেস প্রাইস দেড় হাজার টাকা হলেও ধাতুর ওই ভাস্কর্যটি নিলামে বিক্রি হয়েছে ৫১ লক্ষ টাকায়। মোদীকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির দেওয়া একটি উপহারও এ দিন বিক্রি হয়েছে নিলামে। রুপানির দেওয়া সেই রুপোর ঘটও বিক্রি হয়েছে এক কোটি টাকায়।

এগুলি ছাড়াও শাল, পাগড়ি ও উপহার পাওয়া বিভিন্ন ছবি উঠবে নিলামে। সেই সব ছবির বেস প্রাইস রয়েছে ২০০ টাকা থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত। গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে এই অনলাইন নিলাম। আর তা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।

Advertisement

ধাতুর এই ভাস্কর্য বিক্রি হয়েছে ৫১ লক্ষ টাকায়। ছবি ই-অকশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

এই রুপোর ঘট মোদীকে উপহার দিয়েছিলেন বিজয় রুপানি। ছবি ই-অকশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

আরও পড়ুন: ‘শিক্ষা’ দিতে হাতুড়ি দিয়ে ছাত্র-ছাত্রীদের মোবাইল ভাঙছেন অধ্যক্ষ!

আরও পড়ুন: গঙ্গা খেয়ে নিল আস্ত একটা স্কুল বাড়ি! ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement