Petrol Diesel Price Hike

১৮ দিনে ১০ বার দাম বৃদ্ধি, ৬ রাজ্যে পেট্রল ১০০ পার, কলকাতায় লিটারে ৯৬.৮৪ টাকা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও দেশের বাজারে জ্বালানির দামে এই নিয়মিত বৃদ্ধি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৩:২৪
Share:

চার মেট্রো শহরে জ্বালানির দাম

আগের সমস্ত রেকর্ড ভেঙে গত ১৮ দিনে দেশে ১০ বার বাড়ল জ্বালানির দাম। এখনও পর্যন্ত দেশের সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০-র গণ্ডি পার করেছে পেট্রলের দাম। তবে চার মেট্রো শহরের মধ্যে কলকাতাতেই দাম সবচেয়ে কম। বৃহস্পতিবারের হিসেবে কলকাতায় পেট্রলের দাম লিটারে ৯৬.৮৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৯০.৫৪ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও দেশের বাজারে জ্বালানির দামে এই নিয়মিত বৃদ্ধি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।
৪ মে-র পর থেকে দেশে জ্বালানির দাম এখনও পর্যন্ত ২৬ বার বেড়েছে। পেট্রলের দাম লিটারে ১০০ টাকা ছুঁয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং লাদাখে। রাজস্থানের গঙ্গানগর জেলায় পেট্রল খরচ লিটারে ১০৮.০৭ টাকা। ডিজেলের দামও ১০০ পার করে লিটারে দাঁড়িয়েছে ১০০.৮২ টাকা।

Advertisement

চার মেট্রো শহরের মধ্যে দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম লিটারে যথাক্রমে ৯৬.৮৩ টাকা ও ৮৭.৬৯ টাকা। মুম্বইয়ে পেট্রলের দাম ১০৩.০৮ টাকা এবং ডিজেলের দাম ৯৫.১৪ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ৯৮.১৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩১ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement