কাশ্মীরে যেখানে তাদের মিছিল হবে, সেখানেই পাকিস্তানের পতাকা থাকবে— কট্টরপন্থী সংগঠন হুরিয়ত কনফারেন্স আজ এমনটাই জানিয়েছে।
হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি নিজের বাড়িতে এক অনুষ্ঠানে আজ বলেন, ‘‘কাশ্মীরে আগেও পাকিস্তানের পতাকা উড়েছে। পাকিস্তান আমাদের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। আল্লা চাইলে ভবিষ্যতেও তাই পাকিস্তানি পতাকা উড়বে এখানে।’’
এ বছর ১৫ এপ্রিল থেকে বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন মিছিলে পাকিস্তানি পতাকা দেখা গিয়েছিল। যা নিয়ে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করে বিরোধীরা।