ধর্ষণের দায়ে ‘পিপলি লাইভ’ ছবির সহ পরিচালক মেহমুদ ফারুকির সাত বছরের জেল হল। ফারুকির কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির সাকেতের একটি বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট, বৃহস্পতিবার। ২০১৫-এর ১৯ জুন ফারুকির বিরুদ্ধে দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৩০ বছর বয়সী এক মার্কিন মহিলা। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছিল পরিচালকের বিরুদ্ধে। মার্কিন মহিলার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ গত বছর ফারুকিকে গ্রেফতার করেছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে এই ধর্ষণের মামলা শুরু হয় ফাস্ট ট্র্যাক কোর্টে। মামলা চলার সময় মার্কিন মহিলার কাছে ক্ষমা চেয়ে বেশ কিছু ই-মেল করেন মেহমুদ ফারুকি। ফোন করেও বেশ কয়েক বার ক্ষমা চান তিনি। মামলার শুনানিতে সেই সব ই-মেল আর কল-রেকর্ড প্রমাণ হিসেবে পেশ করেন অভিযোগকারিণীর আইনজীবী। সেই ঘটনাতেই ফারুকিকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন: ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ‘পিপলি লাইভ’ ছবির সহ পরিচালক