নির্বিঘ্নে ভোট, বলল বিজেপি

কেন্দ্রের সুশাসনের জন্যই অসমে প্রথম পর্যায়ের নির্বাচন রক্তপাতহীন হয়েছে— এমনই দাবি করলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ওই কারণেই এ বার ছাপ্পা ভোট, পরিবারের এক জন সদস্যের বাড়ির সব ভোট দিয়ে দেওয়ার রেওয়াজও কমেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৩:০৭
Share:

কেন্দ্রের সুশাসনের জন্যই অসমে প্রথম পর্যায়ের নির্বাচন রক্তপাতহীন হয়েছে— এমনই দাবি করলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ওই কারণেই এ বার ছাপ্পা ভোট, পরিবারের এক জন সদস্যের বাড়ির সব ভোট দিয়ে দেওয়ার রেওয়াজও কমেছে। আজ বিশ্বরূপবাবু বলেন, ‘‘এ বারের বিধানসভা নির্বাচনে করিমগঞ্জের পাঁচটি বিধানসভার কেন্দ্রের অধিকাংশই বিজেপির দখলে যাবে। এত দিন দক্ষিণ করিমগঞ্জ, কাটলিছড়ার মানুষ শান্তিতে ভোট দিতে পারতেন না। কমিশনের কঠোর পদক্ষেপের জেরে সেই ছবিটা বদলেছে।’’ বিশ্বরূপবাবু বলেন, ‘‘বরাক উপত্যকা থেকেই অসমে বিজেপির জয়ধ্বজা উড়বে।’’

Advertisement

এ দিন ছিল বিজেপির ৩৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা বিজেপির কর্মকর্তারা অসমে দুর্নীতিমুক্ত সরকার জনগণকে উপহার দেবেন আশ্বাস দেন। সাংবাদিক বৈঠকে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুখেন্দুশেখর দত্ত, রথীন্দ্র ভট্টাচার্য, নিশিকান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement